• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শুধু ভালো ফল নয়, জয় চায় বাংলাদেশ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২২, ০৪:৩০ পিএম
শুধু ভালো ফল নয়, জয় চায় বাংলাদেশ 
সাম্প্রতিক ছবি

ঘরের মাঠে ২০ বছরে বাংলাদেশকে একবারও জয়ের সুযোগ দেয়নি দক্ষিণ আফ্রিকা। তবে দলের অধিনায়ক তামিম ইকবাল ও প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এবার কেবল ভালো পারফরম্যান্স নয়, জয় নিয়েই ফিরতে চান।

মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে হারানোর ঐতিহাসিক ঘটনা এখনো জ্বলজ্বল করছে। যদিও টেস্ট ফরম্যাট ছিল তবে সেই আত্মবিশ্বাসকে পুঁজি করে প্রোটিয়াদের বিপক্ষে দারুণ পারফর্ম করার অপেক্ষায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাও আছে দুর্দান্ত ফর্মে। কিছুদিন আগেই ভারতের বিপক্ষে তাদের সিরিজ জয় দলের ভালো সময়কে জানান দিচ্ছে।

আজ শুক্রবার (১৮ মার্চ) সেঞ্চুরিয়নে মাঠে নামবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। পূর্ণ শক্তির দল নিয়েই লড়াই করবে প্রোটিয়ারা। যদিও আইপিএলে নাম লিখিয়েছেন স্কোয়াডে থাকা প্রোটিয়া তারকারা। তবে ওয়ানডে তারা থাকবেন দলের সাথেই।

দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রাম চাওয়া অলরাউন্ডার সাকিব আল হাসান সফরে যেতে রাজি হওয়ার পর বাংলাদেশও পুরো শক্তির দল। মেহেদি হাসান মিরাজ এবং আফিফ হোসেন ৭ এবং ৮ নম্বরে ব্যাটিং লাইন আপে বাড়তি মাত্রা যোগ করবেন।

লিটন দাস এবং মুশফিকুর রহিমের সাম্প্রতিক ফর্ম দলের জন্য সুফল বয়ে আনবে। ফাস্ট বোলাররা, বিশেষ করে তাসকিন আহমেদ নিজেকে ফিরে পেতে শুরু করেছেন। শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান দলের বোলিং ভরসা হয়ে উঠতে পারেন।

Link copied!